সুনামগঞ্জের ছাতকে সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ছাতক শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেনস সেলের মহাপরিচালক মো. বেলাল উদ্দিন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এসএম নজরুল ইসলাম প্রমুখ।