ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল উদযাপন করা হয়। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি ব্যাংকের গ্রাহক, বাংলাদেশ ব্যাংক, শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
