ক্রীড়া ডেস্ক: বর্তমানে ৩২টি দল নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে ফিফা। কিন্তু গত পরশু বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮টি দেশ খেলবে। তবে এ সিদ্ধান্তে খুশি হতে পারেনি ইউরোপের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ লিগ স্প্যানিশ লা লিগা। তারা মনে করে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল ফিফার। এটা না করাতেই ইউরোপের শীর্ষ লিগগুলো ক্ষতিগ্রস্ত হতেও পারে বলে মনে করছে তারা।
ফিফার এ ধরনের সিদ্ধান্তে স্প্যানিশ লা লিগার প্রধান হ্যাভিয়ের তেবাস গতকাল বলেন, ‘ফিফার এ সিদ্ধান্ত ইউরোপের শীর্ষ লিগগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ফিফার নেওয়া এ সিদ্ধান্তটি ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়নি। আমরা এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতাবিষয়ক কমিশনারের কাছে একটি উপস্থাপনা পেশ করব।’
৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করে ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় বাড়ানোর স্বপ্ন দেখছে ফিফা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ৫৫০ কোটি ডলার আয় হতে পারে ফিফার। ৪৮ দলের বিশ্বকাপ হলে সেটি আরও প্রায় ১০০ কোটি ডলার আয় এনে দেবে। এমনটাই বলছে বার্তা সংস্থা এএফপি। তবে তেবাস মনে করেন, ‘বিশ্বকাপের ৭৫ শতাংশ খেলোয়াড়ই ইউরোপের শীর্ষ লিগগুলোয় খেলে; সুতরাং ৪৮ দলের বিশ্বকাপে তাদের ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হবে। ফিফা ক্রীড়া রাজনীতি ও টেলিভিশন স্বত্বের লাভের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটি ইউরোপের বড় লিগের ক্লাবগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সে কারণেই আমরা ৪৮ দলের বিশ্বকাপের সিদ্ধান্তটি সমর্থন করছি না।’
এদিকে ৪৮ দলের বিশ্বকাপ হলে ফুটবলাররা বেশি ক্লান্ত হয়ে পড়বে বলে মনে করছেন তেবাস। তবে ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে দলগুলোর ম্যাচসংখ্যা ও টুর্নামেন্টের সময় বাড়ছে না।