শোবিজ ডেস্ক: চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ১৯ বছরপূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ফেইম নাট্যকলা বিভাগের তিনটি প্রযোজনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ নাট্যোৎসব শুরু হচ্ছে। চলবে আগামীকাল পর্যন্ত।
আজ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি কথনে থাকবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন আতাউর রহমান, নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ফরাসি দূতাবাসের সংস্কৃতি বিষয়ক উপ-প্রধান জ্যঁ পিয়ের পঁসে।
সন্ধ্যায় মঞ্চস্থ হবে সব্যসাচী দেব ও অসীম দাশের নির্দেশনায় আলবেয়ার কামুর নাটক ‘ক্যালিরগুলা’। আগামীকাল থাকবে ফ্রানৎস কাফকার ‘মেটামরফোসিস’ অবলম্বনে বুদ্ধদেব ভট্টাচার্যের ‘পোকা’ ও শক্তি সেনগুপ্তের ‘বিকার’ নাট্যকল্পের আশ্রয়ে অসীম দাশের নির্দেশনায় নাটক ‘অমৃতের সন্ধানে’, কার্লো গোলদোনির ‘দ্য সারভেন্ট অব টু মাস্টার্স’ অবলম্বনে অসীম দাশের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘নওকর শয়তানের মালিক হয়রান’।