প্রিন্ট করুন প্রিন্ট করুন

ফের ৫০০ কোটি টাকার নিচে নেমেছে ডিএসইর লেনদেন

সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। এর আগে সপ্তাহের শেষ দিনেও সূচকের পতন হয়েছিল। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন প্রায় ১৩৮ কোটি টাকা কমে ফের ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ছয় হাজার ২৫৬ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে এক হাজার ৩৬৫ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে দুই হাজার ২২৫ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৩৭ কোটি ৫৯  লাখ টাকা কমেছে। এদিন ৬ কোটি ১০ লাখ ৩৯ হাজার ২৩৯টি শেয়ার এক লাখ ৩৮৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত ছিল ১৪৬টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৩৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৫ কোটি ৭৪ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ কোটি ৩৯ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৩ কোটি ২৪ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২০ কোটি এক লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৯ কোটি ৮২ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৮ কোটি ৭১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৬ কোটি ৩ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৫ কোটি ৮৩ লাখ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৬ দশমিক ২৭ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ১৫ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৫ দশমিক ২৬ শতাংশ, প্রাইম ব্যাংক লিমিটেডের ২ শতাংশ, এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের ১ দশমিক ৫৭ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের ১ দশমিক ৫৫ শতাংশ, বাটা শু কোম্পানি লিমিটেডের ১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের শূন্য দশমিক ৬৫ শতাংশ, বিচ হ্যাচারি লিমিটেডের শূন্য দশমিক ৫৮ শতাংশ এবং রেকিট বেনকিজার  বাংলাদেশ লিমিটেডের শূন্য দশমিক শূন্য শূন্য দুই শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে গতকাল ডিএসইতে দরপতনেরে শীর্ষে উঠে আসে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ দশমিক ১৫ শতাংশ। আর এর পরের অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিেেটডের ৬ দশমিক ৮৯ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৬ দশমিক ১৬ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট রিমিটেডের ৬ দশমিক ০৪ শতাংশ এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৬ দশমিক ০২ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৪ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ১১ হাজার ৭৭ দশমিক ১৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ১৮ হাজার ৪৭৮ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ৪২টির দর। গতকাল সিএসইতে মোট ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৪ কোটি ২১ লাখ টাকা।