প্রিন্ট করুন প্রিন্ট করুন

ফ্যামিলি হ্যঙ্গআউটের জন্য দ্য ম্যানহাটন ফিশ মার্কেট হতে পারে আপনার পছন্দের জায়গা (ভিডিও)

দ্য ম্যানহাটন ফিশ মার্কেট
মালয়েশি ভিত্তিক সি ফুড ব্র্যান্ড
আমেরিকান স্টাইল রেস্টুরেন্ট

বাংলাদেশে বৈচিত্র্যময় খাদ্য চাহিদা ও বিশ্বমানের ব্র্যান্ডগুলোর প্রস্তুতকৃত খাবারের প্রতি তীব্র আকর্ষণের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয় দ্য ম্যানহাটন ফিশ মার্কেট।

বিশ্বের নানা দেশে এর প্রায় ৫০ টির অধিক শাখা রয়েছে। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলংকা, মিয়ানমার ও ওমান। বাংলাদেশে প্রতিষ্ঠানটি পরিচালনা করে ফুড চেইন এশিয়া লিমিটেড।

বর্তমানে খাবার প্রস্তুতকরণের ক্ষেত্রে এখানে পাঁচটি নিজস্ব রন্ধন পদ্ধতি ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে ফ্রাইড, গ্রিলড, ফ্লেমড, পোচড ও বেকড। এর বাইরে রয়েছে আট থেকে ১০ ধরনের কোমল পানীয়।

দ্য ম্যানহাটন ফিশ মার্কেট’ বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৫ নভেম্বরে। বর্তমানে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে রাজধানীর বনানীতে,ধানমন্ডি ইন্টার ন্যাসনাল ফুড কোটে এবং বসুন্ধরা ৩০০ ফিটের ফ্লেভারার্স অন ফায়ারে।

দ্য ম্যানহাটন ফিশ মার্কেটের সর্বশেষ ২০২১ যে আউটলেট টি ওপেন করেছে সেটার ডিজাইন সম্পুর্ন আলাদা। সেভেন জেনারেসন ইন্টেরিয়র ডিজাইন করা এই আউটলেটে ষ্টাটার ষ্টেসন রয়েছে যেখানে সব ধরনের সচ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে।

দ্য ম্যানহাটন ফিশ মার্কেটের প্রধান আকর্ষণ হচ্ছে সি ফুড। সঙ্গে রয়েছে বিভিন্ন পদের কোমল পানীয়। রয়েছে প্রায় একশ পদের খাবার।

ম্যানহাটন ফিশ মার্কেটের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে ফিশ এন চিপস, ফিশি চিকি ব্যাঙ ব্যাঙ, ফ্রাইড জায়ান্ট, ফ্রাইড কালামারি ডেজার্ড সহ বিভিন্ন পদের কোমল পানীয়।

শুধু খাবারের গুণগত মানে নয়, সর্বোচ্চ সেবা নিশ্চিত করে দ্য ম্যানহাটন ফিশ মার্কেট জয় করে নিয়েছে ভোক্তার মন।

ফ্যামিলি হ্যঙ্গআউটের জন্য দ্য ম্যানহাটন ফিশ মার্কেট হতে পারে আপনার পছন্দের জায়গা।