নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর মানুষ অসীম ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতা দিয়ে মানুষ নিজেকে নক্ষত্রের মতো উদ্ভাসিত করে, আবার চরম ধ্বংসের দিকেও নিয়ে যায়। জীবনের এই ওঠানামায় লুকিয়ে আছে অনুপম রহস্য।
দৃশ্যজগৎ ছেড়ে অদৃশ্যের অন্তরালে যে মনোজগৎ, যেখান থেকে সব রহস্যের উৎপত্তি, সেই রহস্যপথে হাঁটতে গিয়ে দেখি প্রত্যেকে স্বতন্ত্রভাবে কর্মক্ষম হলেও এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে হলে নির্ভর করতে হয় অন্যসব অস্তিত্বের ওপর।
হ্যাঁ, লেখক ইয়াসমিন রশিদের ‘হয়ে উঠি অন্য মানবী’বইয়ে মানুষের অন্তরালের এমন রহস্যের নিখুঁত বর্ণনা উঠে এসেছে। ৯টি স্বতন্ত্র গল্পে মানুষের সম্ভাবনা, মানুষের মন, আনন্দ বেদনার উৎস, জীবনের মৌলিকত্ব ও জীবনের রহস্য বর্ণনা করেছেন লেখক।
বই সম্পর্কে লেখক ইয়াসমিন রশিদ বলেন, পৃথিবী যতই সন্ত্রাস, উগ্র রাজনীতি বা ধর্মীয় দলাদলি নিয়ে বিপর্যস্ত হোক না কেন, জীবন কোনো শাস্ত্রীয়বিধি বা নীতি আদর্শে বন্দি হওয়ার জিনিস নয়। রাষ্ট্রীয়, সামাজিক ও ধর্মীয় নিয়মনীতির ঊর্ধ্বে উঠে জীবনকে বিকশিত করার ও সুন্দরভাবে বাঁচার কিছু মৌলিক সূত্র আছে। যা এই বইটিতে ধারাবাহিক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী। অমর একুশে বইমেলার ২৬৪-২৬৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারি ডটকম থেকেও বইটি কিনতে পারবেন পাঠকরা।