Print Date & Time : 28 September 2021 Tuesday 1:31 pm

বগুড়ায় কভিডে আরও ১৭ জনের মৃত্যু

প্রকাশ: July 20, 2021 সময়- 12:42 am

প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ ও এর উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কভিডে সাতজন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন।

গতকাল সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কভিডে মারা যাওয়া সাতজনই বগুড়ার বাসিন্দা। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭০ জন।

এখন পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ২৪৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬০৯ জন। করোনায় মোট মারা গেছেন ৫১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন দুই হাজার ১২৩ জন।