প্রিন্ট করুন প্রিন্ট করুন

বগুড়ায় ছাত্রীদের মধ্যে মিডল্যান্ড ব্যাংকের সাইকেল বিতরণ

 

 

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) সম্প্রতি বগুড়া জেলার বিভিন্ন উপজেলার সুবিধাবঞ্চিত মেধাবী স্কুলছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেছে। এ উপলক্ষে বগুড়ায় দুটি পৃথক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পৌর মেয়র একেএম মাহবুবুর রহমান ও ব্যাংকের প্রধান কর্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২৯ স্কুলছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।