বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শনিবার সন্ধ্যায় জুয়েলার্সে ডাকাতির ঘটনায় উদ্ধারকৃত সোনা ও গহনা পরিমাপ করা হয়েছে। ৫০০ ভরি সোনা ডাকাতি হলেও ৪২০ ভরি উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকালে ডাকাতির ঘটনায় জুয়েলার্স মালিক সদর থানায় মামলা করেন।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, জুয়েলার্সে ডাকাতির ঘটনায় সাত থেকে আটজনকে অভিযুক্ত করে দোকান মালিক গোলজার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা ডাকাত সদস্যের স্বীকারোক্তি অনুযায়ী অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলানো হচ্ছে। ডাকাতি করা সোনার সবগুলোই উদ্ধার সম্ভব হয়েছে। কিন্তু জুয়েলার্স মালিক বলেন, আরও কিছু বাকি রয়েছে। তবে অন্য ডাকাত সদস্যের গ্রেফতারের পর হিসাব মেলানো সম্ভব হবে।