বগুড়া ব্যুরো: সুন্দরবন রক্ষার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ। শনিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মনের সভাপতিত্বে বক্তৃতা করেন বাসদের জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মুসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয়, দফতর সম্পাদক ওসমান গণি মুন প্রমুখ।