প্রতিনিধি, বগুড়া : বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কস্ট এন্ড ম্যানেজমেন্ট (সিএমএ) কোর্স চালু হচ্ছে। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কোর্স চালুর বিষয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
শনিবার (২২ অক্টোবর) বগুড়া প্রেসক্লাবে এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট মামুনুর রশিদ এবং সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী। উভয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আইসিএমএবি’র প্রেসিডেন্ট বলেন বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যবসায় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগসহ প্রশাসন বা অন্যান্য বিভাগেও সিএমএ ডিগ্রী অর্জনকারীদের বিশেষ চাহিদা রয়েছে। এছাড়াও উন্নয়ন সংস্থার পাশাপাশি আইসিএমএবি স্বীকৃত কস্ট অডিট ফার্মে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ রয়েছে। তিনি আরো বলেন, আড়াই বছরের এই কোর্সটির ফি নির্ধারন করা হয়েছে ১ লাখ ২ হাজার টাকা। কেউ নিজে উদ্যেক্তা হতে চাইলে কোর্স সস্পন্ন করতে পারবেন। আগামী ২০২৩-২৪ শিক্ষা বছর থেকে ১০০ আসনে সরকারি আজিজুল হক কলেজের নতুন স্টাডি সেন্টারে সিএমএ কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের স্টাফ কাউন্সিলের সাধারন সম্পাদক ও গনিত বিভাগের প্রধান প্রফেসর মাহতাব হোসেন মন্ডল,আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ আব্দুর রশিদ,বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন ছাড়াও আইসিএমবি কাউন্সিলের সদস্যগন উপস্থিত ছিলেন।