নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি বছরের প্রথম কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল ১৬৭ কোটি টাকার লেনদেন কমেছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ছয় হাজার ১৯৫ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে এক হাজার ৩৫৫ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ কমে দুই হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১৭৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ২ কোটি ৭২ লাখ ৫ হাজার ৫৯৭টি শেয়ার ৫৫ হাজার ৯৯০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬২টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১০ কোটি ৬৮ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ কোটি ৬৯ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৮ কোটি ৯৩ লাখ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৮ কোটি ৭৮ লাখ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ৭৬ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৮ কোটি ৭৫ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৫ কোটি ৪৩ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৯২ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ১ দশমিক ৯৯ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ১ দশমিক ৬৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৩৯ শতাংশ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ দশমিক ২২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২০ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ১০ হাজার ৯৬১ দশমিক ৫১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ১৮ হাজার ২৯৩ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ৮৩টির দর। গতকাল সিএসইতে মোট ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, এর আগের কার্যদিবসে হয়েছিল ৩৪ কোটি ২ লাখ টাকা।