শোবিজ ডেস্ক: আর কয়েকটা দিন বাকি। তারপরই ২০১৭ সাল শুরু। বছরের প্রথম দিনই নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ন্যান্সি। ১ জানুয়ারি ২০১৭ আসছে তার নতুন অ্যালবাম ‘মিলন ফিচারিং ন্যান্সি’।
অ্যালবামের সবকটি গানের সুর করেছেন মোহাম্মদ মিলন। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীত আয়োজন করেছেন এমএমপি রনি ও রেজোয়ান শেখ।
শুধু এই অ্যালবামই নয়, চমক আছে আরও। বছরের শুরুতেই আরও একটি গান প্রকাশিত হবে তার। এরই মধ্যে তপন চৌধুরীর সঙ্গে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘সুখ দিলেও অল্প দিয়ো, দুঃখ দিলেও অল্প’ এমনই কথায় গানটি লিখেছেন কবির বকুল। সুর করেছেন সুবীর নন্দী। ৭ জানুয়ারি প্রকাশ হবে গানটি।
নতুন এই গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘অ্যালবামের গানগুলো এই সময়ের শ্রোতাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। একটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। এই গানটির দুটি ভার্সন করা হয়েছে। বছরের শুরুটা নতুন অ্যালবাম প্রকাশের মাধ্যমে হচ্ছে, ব্যাপারটা ভালোই। আর তপন দা’র সঙ্গে গাওয়া গানটিও অনেক সুন্দর।’