প্রিন্ট করুন প্রিন্ট করুন

বছরের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: বছরের শেষ দিন কেটেছে ঊর্র্ধ্বমুখী প্রবণতার মধ্যে। উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন বেড়েছে। নতুন বছরে এ ধারবাবাহিকতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা নিয়েই আরও একটি বছর পার করলেন বিনিয়োগকারীরা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯১ পয়েন্টে ও ডিএস৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে এক হাজার ৮১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে এক হাজার ৭০ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৩২ কোটি টাকা বেশি। এর আগের কার্যদিবসে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৯৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছিল।

এদিকে গতকাল ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে এক দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক তিন দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৮৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক চার দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৭৭ পয়েন্টে, সিএসআই শরিয়াহ সূচক শূন্য দশমিক তিন পয়েন্ট কমে এক হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই-৫০ সূচক শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কমে এক হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৭১ কোটি ১৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে সিএসইতে টাকার অঙ্কে ৬১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। গতকাল সিএসইতে ২৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৭টি, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

গতকাল ডিএসইর দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে আসা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে ফাইন ফুডস, ইউনিয়ন ক্যাপিটাল, তুং-হাই নিটিং, জাহিন স্পিনিং, ফ্যামিলিটেক্স, জেনারেশন নেক্সট, ডেল্টা স্পিনার্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স ও সিঅ্যান্ডএ টেক্সটাইল।

অন্যদিকে ডিএসইতে দর হারানোর শীর্ষ কোম্পানির তালিকায় উঠে আসা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে: প্রাইম ফার্স্ট আইসিবি এএমসিসিএল মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, এইচআর টেক্সটাইল, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড-১: স্কিম-১, সেন্ট্রাল ফার্মা ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-১।

সিএসইতে টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে কোম্পানির মধ্যে রয়েছে বিডিওয়েল্ডিং, ফাইন ফুডস, ইউনিয়ন ক্যাপিটাল, ইমাম বাটন, ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচুয়াল ফান্ড, সুহƒদ ইন্ড্রাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স, জেনারেশন নেক্সট, তুং-হাই নিটিং ও জাহিন স্পিনিং।