Print Date & Time : 25 October 2020 Sunday 4:59 am

বদলি খেলোয়াড়ের নতুন নিয়ম আইসিসির

প্রকাশ: July 19, 2019 সময়- 11:39 pm

স্পোর্টস ডেস্ক: মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নিয়ম চালু করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লন্ডনে গত বৃহস্পতিবার আইসিসির চলতি সভায় এ অনুমোদন দেওয়া হয়। ১ আগস্ট থেকে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজ থেকেই এ নিয়ম কার্যকর হবে। এছাড়া স্লো  ওভার রেটের কিছু নিয়ম যুক্ত করেছে ক্রিকেটার অভিভাবক সংস্থাটি।
ক্রিকেটের গতানুগতিক নিয়ম অনুযায়ী ১১ জন নয়। এবার ২২ গজের খেলায় দেখা যেতে পারে তারও অধিক ক্রিকেটারকে, তাও আবার একই দলে। এমনই নিয়ম চালু করেছে আইসিসি। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন মাথায় আঘাত লেগে কোনো ক্রিকেটার খেলতে না পারলে, তার পরিবর্তে ক্রিকেটার নামাতে পারবে সংশ্লিষ্ট দল। আগের নিয়মেও পরিবর্তনের সুযোগ ছিল। পরিবর্তিত ক্রিকেটার শুধু ফিল্ডিং করতে পারতেন। তবে নতুন নিয়মে পরিবর্তিত ক্রিকেটার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারবেন। পুরুষ ও নারী- দুই ধরনের ক্রিকেটেই চালু হচ্ছে এ নিয়ম। আলোচিত এ নিয়মের শুরুটা হবে ইংল্যান্ড ও অস্টেলিয়ার মধ্যকার ১ আগস্ট অনুষ্ঠিত অ্যাশেজ থেকেই। এর আগে এ আইন প্রণয়ন নিয়ে আইসিসি জানিয়েছিল শুধু টেস্ট ম্যাচেই এ আইন থাকবে। তবে এবারের বার্ষিক সভায় পাস হয় সব ধরনের ক্রিকেটেই থাকছে আঘাতপ্রাপ্ত খেলোয়াড় বদলির এ নতুন নিয়ম।
আইসিসি এক বিবৃতিতে জানায়, বদলি খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেবেন দলের ফিজিও। বদলি ক্রিকেটারকে অবশ্যই একই মানের হতে হবে এবং তাতে অনুমোদন লাগবে ম্যাচ রেফারিরও।’
মাথায় আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের পরিবর্তে বদলি খেলোয়াড় নামানোর আলোচনা বেশ কয়েক বছর ধরেই চলছে। অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার ফিলিপ হিউজ ২০১৪ সালে শেফিল্ড শিল্ডে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মারা যান। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ওই ঘটনার তদন্ত করার পরই বিষয়টি সবার সামনে চলে আসে।
এছাড়া ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী, স্লো ওভার রেটের শাস্তিতে পরিবর্তন এনেছে আইসিসি। টানা স্লো ওভার রেটের কারণে অধিনায়ক আর নিষিদ্ধ হবেন না। আগে শাস্তিতে অধিনায়কের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হতো এবং বাকি ৫০ শতাংশ কাটা হতো দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফি থেকে। এখন দলপতির সমান তাদেরও জরিমানা গুনতে হবে।