নিজস্ব প্রতিবেদক: বন্ড ইস্যু করে ২৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২৫০ কোটি টাকার কনভার্টেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য এ অর্থ সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। বন্ড ইস্যুর জন্য গত ৩ নভেম্বর জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে একটি ফান্ড অ্যারেঞ্জমেন্ট চুক্তি করেছে জ্বালানি খাতের এই কোম্পানিটি। চুক্তি অনুসারে ফান্ড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন হবে।
কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করছে। ১১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৭৭ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানির ১০ কোটি ৯৭ লাখ ৮২ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।