প্রিন্ট করুন প্রিন্ট করুন

বন্যহাতির আক্রমণে নাইক্ষ্যংছড়িতে বিজিবি সদস্য নিহত

প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম নায়েক সুবেদার আব্দুল মান্নান। গতকাল মঙ্গলবার রাতে সীমান্তের ভাল্লুকখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি সীমান্তপথে মিয়ানমার থেকে চোরাইপথে গরু আনছে খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযানে যায়। এ সময় ওই স্থানে পৌঁছালে বন্যহাতির একটি দল বিজিবির টহল দলের সামনে এসে পড়ে। তাড়াহুড়ো করে বিজিবি সদস্যরা হাতির দলকে দেখে পালিয়ে যাওয়ার সময় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়। নিহতের নাম নায়েক সুবেদার আব্দুল মান্নান। পরে বুধবার ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। নিহত সদস্য ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) কর্তব্যরত ছিলেন। এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, বন্যহাতির আক্রমণে বিজিবির এক সদস্যের মৃত্যুর খবর পেয়েছি। লাশটি বিজিবির ক্যাম্পে রয়েছে। তবে বিজিবি থেকে এখনও কোনো সংবাদ পাইনি।