Print Date & Time : 26 November 2020 Thursday 12:52 am

বন্যা পরিস্থিতির অবনতি বিপদসীমার ওপরে আরও ৩ নদী

প্রকাশ: September 27, 2020 সময়- 11:03 pm

নিজস্ব প্রতিবেদক: দেশে ক্রমাগত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তিনটি নদীর পানি বিপদসীমার ওপরে উঠেছে এবং বিপদসীমার নিচে নেমেছে একটি নদীর পানি। বর্তমানে মোট সাতটি নদীর পানি সাতটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বদরগঞ্জ পয়েন্টে যমুনেশ্বরী নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে, চকরহিমপুর পয়েন্টে করতোয়া নদীর পারি চার সেন্টিমিটার ওপর দিয়ে এবং ঠাকুরগাঁও পয়েন্টে টাঙ্গন নদীর পানি ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই তিনটি নদীর পানি গত ২৪ ঘণ্টায় বিপদসীমার ওপরে উঠেছে। আর গত ২৪ ঘণ্টায় বিপদসীমার নিচে নেমেছে লরেরগড় পয়েন্টে যদুকাটা নদীর পানি। গতকাল দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে।

নদনদীর পূর্বাভাসে বলা হয়েছে, বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত সাতটি নদীর বাকি চারটির মধ্যে কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে, সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি তিন সেন্টিমিন্টার, সিংড়া পয়েন্টে গুড় নদীর পানি ৭০ সেন্টিমিটার এবং আত্রাই পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে যমুনা নদীর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের উজানে মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।