প্রিন্ট করুন প্রিন্ট করুন

বরিশালে আন্তঃজেলা আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধি, বরিশাল: বরিশাল জেলা পুলিশের আয়োজনে বরিশাল রেঞ্জ আতঃজেলা (আইজিপি কাপ) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

জেলা পুলিশ সুপার মো মারুফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (রেঞ্জ অফিস) নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো শাহাজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।