প্রিন্ট করুন প্রিন্ট করুন

বরিস জনসন ইউক্রেনে

In this image provided by the Ukrainian Presidential Press Office, Ukrainian President Volodymyr Zelenskyy, right, and Britain's Prime Minister Boris Johnson, pose for a photo during their meeting in downtown Kyiv, Ukraine, Friday, June 17, 2022. (Ukrainian Presidential Press Office via AP)

শেয়ার বিজ ডেস্ক: পদত্যাগের পর প্রথমবার ইউক্রেন সফরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরকালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জনসন। খবর: দ্য গার্ডিয়ান।

গত রবিবার কিয়েভে আকস্মিক সফরে যান বরিস জনসন। ইউক্রেন যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। এ সময় প্রতিশ্রুতি দিয়ে জনসন বলেন, যত দিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য।

সফরকালে ইউক্রেনের বোরোদ্যাঙ্কা ও বুচা শহরও পরিদর্শন করেন বরিস। বুচার বাসিন্দাদের সঙ্গে ছবিও তুলেন জনসন। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শহরটির মেয়রকে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, এ যুদ্ধে ইউক্রেনই বিজয় লাভ করবে এবং যুক্তরাজ্য পাশে রয়েছে। কিয়েভ পুনর্গঠনেও পাশে থাকতে চায় যুক্তরাজ্য।

ইউক্রেনে মস্কোর হামলার প্রথমদিকে রুশবাহিনী এ দুটি শহরে ব্যাপকভাবে নৃশংসতা চালায়। পরবর্তীকালে ইউক্রেনীয় সেনাদের তীব্র প্রতিরোধের মুখে বুচা ছাড়তে বাধ্য হয় রুশবাহিনী। পরে সেখানে একাধিক গণকবর পাওয়া যায়। রুশবাহিনী বুচায় গণহত্যা চালিয়েছে বলে দাবি জেলেনস্কির প্রশাসনের।