শেয়ার বিজ ডেস্ক: নতুন বছরের প্রথম প্রহরে তুরস্কের ইস্তাম্বুলে একটি নাইট ক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৯ জন। স্থানীয় সময় শনিবার রাত দেড়টায় শহরের ওরতাকোয় এলাকার রেইনা নাইট ক্লাবে এই হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।
নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য জড়ো হয়েছিলেন প্রায় ৭০০ জন। প্রিয়জনের সঙ্গে হাসি-আনন্দ আর ঠাট্টা-তামাশায় যখন সবাই মশগুল, তখনই বন্দুকের গুলি। প্রথমে একে আতশবাজির শব্দ ভাবলেও পরে একে একে অনেককে মাটিতে লুটিয়ে পড়তে দেখে ভয়ে-আতঙ্কে অনেকেই পাশের নদীতে ঝাঁপ দেন।
শহরটির গভর্নর জানান, সান্তাক্লজের পোশাক পরে দুজন বন্দুকধারী নাইট ক্লাবের ভেতরে ঢুকেই গুলি করতে শুরু করে। এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা বলে জানিয়েছেন তিনি।
হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।