প্রিন্ট করুন প্রিন্ট করুন

বসুন্ধরায় নর্থ সাউথ সোসাইটির জমিতে সিটি গড়বে রূপায়ণ

রাজধানীর বসুন্ধরার ‘এন’ ব্লকে অবস্থিত পুলিশ হাউজিং এবং পিংক সিটির পাশেই নর্থ সাউথ সোসাইটির ৪৬ বিঘা জায়গা ডেভেলপড করে সিটি তৈরির দায়িত্ব পেয়েছে রূপায়ণ গ্রুপ।

গত ১৯ নভেম্বর গুলশান ক্লাবে নর্থ সাউথ সোসাইটির সাধারণ সভায় রূপায়ণ গ্রুপকে দায়িত্ব দেয়ার ব্যাপারে সদস্যরা সম্মতি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২২ সে নভেম্বর রূপায়ণ গ্রুপকে জয়েন ভেঞ্চারে সিটি ডেভেলপড করার আমন্ত্রণ জানায় প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল হামিদ এবং নর্থ সাউথ সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন ।

আগামী ৫ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নর্থ সাউথ সোসাইটি এবং রূপায়ণ সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি সই হবে বলে জানিয়েছেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান।

উল্লেখ্য, রূপায়ণ গ্রুপের সিটি ব্র্যান্ড ‘রূপায়ণ সিটি’ দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা তৈরি করে ইতোমধ্যে একটি ফেজ হস্তান্তর করেছে। বিজ্ঞপ্তি