ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ও স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ব্রিসবেনে টানা বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর মতো পরিস্থিতি নেই। ম্যাচ অফিসিয়ালরা তাই দু’দলকে অপেক্ষায় রাখতে চায়নি। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানা গিয়েছিল, বিকাল ও সন্ধ্যার দিকে ব্রিসবেনে বৃষ্টি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এছাড়া এ সময় বাতাসের গতিবেগ যথেষ্ট বেশি থাকতে পারে বলে সতর্কতা জানানো হয়েছিল। ঘণ্টায় প্রায় ১৪ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আরও জানানো হয়েছিল, এই ভেন্যুতে বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ। এমন পরিস্থিতিতে ম্যাচ পণ্ড হওয়াটাই ছিল স্বাভাবিক।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বল হাতে যেমন বিবর্ণ ছিল বাংলাদেশ, ব্যাট হাতেও ছিল তেমনি নড়বড়ে। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও আফগানিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। থমকে গেছেন ১০০’র নিচে। ফলাফল ওই ম্যাচে ৬২ রানের হার।
আফগানদের বিপক্ষে বড় হারের ক্ষত নিয়ে আজ প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। যারা কি না নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছে বিশাল জয়। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের মাত্র ৯৮ রানে থামিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে আজ বৃষ্টির কারণে মাঠেই নামতে পারল না বাংলাদেশ।