নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিপদে আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
জনগণের জানমালের নিরাপত্তায় ১৬ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সর্তক অবস্থানে থাকবে বলে জানিয়ে এ সময় তিনি বলেন, ‘রাজনীতিতে বিষোদগার আওয়ামী লীগ চায় না, সবাইকে আন্তরিক হতে হবে। সংকটকে সম্ভাবনায় রূপ দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷ তার কারণে দেশ এগিয়ে যাচ্ছে ৷ বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগও মাঠে থাকবে।’
এপ্রিল বা মে মাসে চট্টগ্রামে টানেলের উদ্ভোধন করা হবে জানিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, চট্টগ্রামে মেট্রোরেলের ফিজিবিলিটি স্টাডি শেষ, আগামী ৩১ জানুয়ারি এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধের কারণে সামনে কঠিন চ্যালেঞ্জ। বিশ্বের এক তৃতীয়াংশ দেশ মন্দার কবলে ৷ এখনও আমরা স্থিতিশীল ৷ রিজার্ভ ঠিক রাখা কঠিন, যদিও বাংলাদেশের রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার। যা দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। বাংলাদেশ বিপদে আছে। জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে দেশ ঘুরে দাঁড়াবে।’
এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দীন রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদসহ আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।