প্রিন্ট করুন প্রিন্ট করুন

বাংলাদেশ ব্যাংকের সেমিনার: দুর্নীতিসহ তিন সমস্যায় দেশের অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি, অপচয় ও জলবায়ুর অভিঘাত দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা। এছাড়া পারমাণবিক সমস্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাইরাল সমস্যা, সন্ত্রাসবাদ ও উন্নত দেশগুলোর মন্দাবস্থা বর্তমান সময়ের জন্য বড় হুমকি।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারের মূল প্রবন্ধে এ কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে ‘বাংলাদেশ মার্চিং এহেড: ইমপ্লিমেন্টিং সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট গোলস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। সেমিনারে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধে বলা হয়, গত তিন দশকে বিশ্বে যে সম্পদ সৃষ্টি হয়েছে, তা কল্পনাতীত। তবে বর্তমান বিশ্বের বড় সমস্যা অসাম্য ও আয়-বৈষম্য। তবে দেশে নারী-পুরুষ বৈষম্যের ক্ষেত্রে যে সাম্যতা সৃষ্টি হয়েছে, তা অভূতপূর্ব।

গ্রামীণ অর্থনীতিকে আমাদের জাতীয় প্রবৃদ্ধির মূল নিয়ামক শক্তি হিসেবে উল্লেখ করে প্রবন্ধে বলা হয়, কৃষি খাতের বাইরে ব্যক্তি উদ্যোগ, ক্ষুদ্র উদ্ভাবন, প্রযুক্তি প্রশিক্ষণ, বাজার তথ্য বিষয়গুলো জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

শুভেচ্ছা বক্তব্যে গভর্নর ফজলে কবির দেশে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোকপাত করেন। তিনি এক্ষেত্রে খাতভিত্তিক সুসম্পর্কের মাধ্যমে সবার দৃষ্টিদানে উদ্বুদ্ধ করতে চান। ক্ষুদ্র উদ্যোক্তার বিপরীতে অস্থাবর জামানত, টেকনিক্যাল জামানত, সূচিবহির্ভূত (আউট অব বক্স) জামানত ইত্যাদি বিষয় বিবেচনাপূর্বক অর্থ সঞ্চালনের বিষয়ে চিন্তা করা দরকার বলেও মত প্রকাশ করেন তিনি। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিবিটিএ’র অধ্যক্ষ কেএম জামশেদুজ্জামান।