প্রিন্ট করুন প্রিন্ট করুন

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি

দেশের রপ্তানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) আওতায় বাংলাদেশ ব্যাংকের গঠন করা পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত চুক্তিপত্রের কপি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেনের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশিদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি