বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের মধ্যে সম্প্রতি রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় রপ্তানিকারকরা স্থানীয় মুদ্রায় কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে চার শতাংশ সুদে সর্বোচ্চ ১৮০ দিনের জন্য ঋণ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ’র কাছে সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের মধ্যে চুক্তি
