শেয়ার বিজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডে তিনি অভিভূত বলে জানান। ব্রেক্সিটের ফলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়াও তিনি জলবায়ুবিষয়ক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
রুশনারার সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ-এর নেতৃত্বে এফবিসিসিআইয়ের একটি বাণিজ্য প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার স্থানীয় এক হোটেলে সভায় মিলিত হয়। এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি মাহবুবুল আলম এবং পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকও সভায় অংশ নেন।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ আহ্বান করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ যুক্তরাজ্যে ওষুধ রফতানি করতে আগ্রহী। এছাড়াও এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে যুক্তরাজ্যের প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান যে, এফবিসিসিআই থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাজ্য সফর করবে। বাংলাদেশের ছাত্ররা যাতে আরও বেশি সংখ্যায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার জন্য যেতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও তিনি ব্রিটিশ এমপিকে অনুরোধ জানান।
এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) সভায় উল্লেখ করেন যে, বাংলাদেশ শিল্প কারখানায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং শিশুশ্রম ইতোমধ্যেই দুরীভূত হয়েছে। তিনি ঢাকায় একটি ক্যাটালগ শো আয়োজনের জন্য যুক্তরাজ্যের হাইকমিশনারকে অনুরোধ জানান। এর ফলে দুই দেশের ব্যবসায়ীবৃন্দ বাণিজ্য বিষয়ে পারস্পরিক মতবিনিময় করতে সক্ষম হবেন বলে তিনি উল্লেখ করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডে তিনি অভিভূত বলে জানান। ব্রেক্সিটের ফলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়াও তিনি জলবায়ুবিষয়ক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকও সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন যে, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য যুক্তরাজ্য অনলাইন ভিসা চালু করেছে এবং ভিসা প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ ২০১৫-২০১৬ অর্থবছরে যুক্তরাজ্যে ৩.৮১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে এবং যুক্তরাজ্যে থেকে ০.২৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে।