Print Date & Time : 13 April 2021 Tuesday 7:10 pm

বাইডেনের অভিষেকে এশিয়ার পুঁজিবাজারে রেকর্ড উত্থান

প্রকাশ: January 21, 2021 সময়- 09:24 pm

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের পরদিন গতকাল বৃহস্পতিবার এশিয়ার পুঁজিবাজারগুলোয় শেয়ারের দর রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে কভিডকেন্দ্রিক আরও প্রণোদনা পাওয়ার আশায় বেড়ে গেছে শেয়ারের দর। ফলে গতকাল শেয়ারের দর রেকর্ড বৃদ্ধি পেয়েছে। খরব: রয়টার্স।

করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা পরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বাইডেন প্রশাসন। নতুন প্রশাসনের এ পরিকল্পনার সঙ্গে একাত্মতা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের রিপাবলিকান সদস্যরাও।

বুধবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেন ডেমোক্র্যাটরা। তবে প্রণোদনা প্যাকেজটি পাস করতে সিনেটের রিপাবলিকান সদস্যদের সমর্থনের দরকার পড়বে তাদের। যদিও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে বাইডেন বেশকিছু নির্বাহী আদেশে সই করেন।

স্যাক্সো ক্যাপিটাল মার্কেটের গ্লোবাল ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট কে ভ্যান-পিটারসেন বলেন, সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ আরও প্রণোদনার সম্ভাবনার কেবল ইঙ্গিতই দেয় না, বরং এটি একই সঙ্গে বিস্তৃতিও বোঝায়। ‘এর অর্থ শেয়ারের দর আরও বাড়বে। আমরা আরও ত্বরান্বিত অ্যাসেট ক্লাস মূল্যস্ফীতির দিকে যাচ্ছি।’

গতকাল জাপানের বাইরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিক শেয়ারের বর্ধিত সূচক শূন্য দশমিক ৯২ শতাংশ পর্যন্ত বাড়ে। আর জাপানে নিক্কেইয়ের সূচক শূন্য দশমিক ৮২ শতাংশ বাড়ে।

চীনের ব্লু-চিপসের শেয়ার বাড়ে ১.৭৫ শতাংশ। অস্ট্রেলিয়ার পুঁজিবাজারে শেয়ারের দর সর্বোচ্চ দশমিক ৭৯ শতাংশ পর্যন্ত বাড়ে। দক্ষিণ কোরিয়ার সিউল’স কসপি পুঁজিবাজারে শেয়ারের দর সর্বোচ্চ এক দশমিক ৫৪ শতাংশ পর্যন্ত বাড়ে।

হংকংয়ের হ্যাং সেং সূচক ৩০ হাজার লেভেল ছাড়িয়ে যায়। এটি বেড়ে দাঁড়ায় দশমিক ৩১ শতাংশে।

এশিয়ান পুঁজিবাজারে বৃদ্ধির রেকর্ডের দিন ওয়াল স্ট্রিটেও বেড়েছে শেয়ারের দর। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশ। এস অ্যান্ড পি ৫০০-তে সূচক বেড়েছে এক দশমিক ৩৯ শতাংশ। নাসদাকে যুক্ত হয়েছে এক দশমিক ৯৭ শতাংশ।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বের বৃহত্তম কভিড টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর গতকাল দেশটির বোম্বে স্টক এক্সচেঞ্জের ৩০টি শেয়ার সেন্সসেক্স সূচক প্রথমবারের মতো ৫০ হাজার পয়েন্ট অতিক্রম করেছে, যা গত দুই বছরের কম সময়ে ৪০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার অতিক্রম করেছে। মোদির বৃহত্তম কভিড টিকাদান কর্মসূচিতে বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষকে করোনা টিকা দেয়ার প্রকল্প হাতে নেয়া হয়েছে।