প্রিন্ট করুন প্রিন্ট করুন

বান্দরবানে দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের ভীড়

বান্দরবানে টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দর্শণীয় স্থানগুলো

প্রতিনিধি, বান্দরবান : উৎসব মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভীড়। রোববার বড়দিনের ছুটিসহ টানা কয়েকদিনের বন্ধে বান্দরবানের অন্যতম দর্শণীয় স্থান নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত, তমাতুঙ্গী, ডিম পাহাড়, শৈলপ্রপাত, প্রান্তিক লেক’সহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে প্রকৃতির নির্মল ছোয়া পেতে ঘুরে বেড়াতে দেখাগেছে ভ্রমণ পিপাসুদের। দেশী বিদেশী পর্যটকদের পদচারণায় বান্দরবানে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি এবং শৈল্পিক ছোয়ায় সাজানো পর্যটন স্পটগুলো।

বেড়াতে আসা পর্যটক মোর্শেদা, ফারজানা, নাফিজ আহমেদ বলেন, পাহাড়ে চারদিকে সবুজের সমারোহ। কুয়াশায় ঢাকা পাহাড়ে সাদা মেঘের হাতছানি। চমৎকার একটা পরিবেশ বান্দরবানে। মুগ্ধ হবার মত সব সৌন্দর্য এ জেলায়। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশসহ স্থানীয় প্রশাসনের আন্তরিকতা প্রশংসনীয়।

বান্দরবান হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, পর্যটকের আশানুরূপ আগমনে স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে।

বান্দরবানে টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দর্শণীয় স্থানগুলো

আবাসিক হোটেল মোটেল গুলোতে মোটামুটি কয়েকদিন পর্যটকে ভরপুর ছিলো। এ ধারা অব্যাহত রাখতে আবাসিক হোটেল, রেষ্টুরেন্ট এবং ট্যুরিস্ট পরিবহন মালিকদের পক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছিল। আগামীতে আরও সুযোগ সুবিধা বাড়ানোর কাজ করা হচ্ছে।

এদিকে পাহাড়ে জমাটবদ্ধ সাদা মেঘের লুকোচুরি খেলা এবং প্রকৃতি ও শৈল্পিক ছোয়ায় সাজানো দর্শণীয় স্থানগুলো দেখে মুগ্ধ ভ্রমণপিপাসু পর্যটকেরা। পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পর্যটকদের নিরাপত্তায় আকর্ষণীয় দর্শণীয় স্থানগুলোসহ জেলার সবগুলো উপজেলায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটক হয়রানী বন্ধে সতর্কতা মূলক প্রচারণাও চালাচ্ছে তারা।