প্রিন্ট করুন প্রিন্ট করুন

বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

প্রতিনিধি, বান্দরবান : নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। “সম্প্রীতির বন্ধন অটুট রাখি সমৃদ্ধ বান্দরবান গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে বান্দরবানে জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় মারমা, চাকমা, বম, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খুমী’সহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নারী-পুরুষেরা অংশ নেয়।

এদিকে স্থানীয় রাজারমাঠে সেনাবাহিনীর বান্দরবান জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে অরুনসার্কি টাউনহল মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল জিয়াউল হক। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষী পদ দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিইয়ং ম্রো’সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।