প্রিন্ট করুন প্রিন্ট করুন

বান্দরবানে মৃত্তিকা দিবস পালিত

প্রতিনিধি, বান্দরবান : নানা আয়োজনে বান্দরবানে মৃত্তিকা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুরাইয়া আক্তার সুইটি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, বান্দরবান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলাম, ইক্ষু গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কেসাইন’সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পার্বত্য চট্টগ্রামের মৃত্তিকাকে সঠিকভাবে পরিচর্যা করা গেলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব । যার জন্য মৃত্তিকা সম্পদ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে পাহাড়ে। কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে মৃত্তিকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে।