প্রিন্ট করুন প্রিন্ট করুন

বাফেডার নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল আমিন ও ভাইস চেয়ারম্যান আবদুস সালাম

 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) দুবছর মেয়াদি (২০১৭-১৮) নির্বাহী কমিটির নির্বাচন অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম ভাইস চেয়ারম্যান এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন,ইসলামী  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, সোনালী ব্যাংকের সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামস্্ উল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার আলম আনোয়ার এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী।