Print Date & Time : 28 September 2021 Tuesday 1:53 pm

বাবা দিবস উপলক্ষে দারাজের বিশেষ ক্যাম্পেইন

প্রকাশ: June 20, 2021 সময়- 11:32 pm

বাবা দিবস উপলক্ষে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘আমার বাবা সুপার হিরো’ শীর্ষক একটি ক্যাম্পেইন। ইতোমধ্যে ক্যাম্পেইনটি শুরু হয়েছে এবং এটি ২৪ জুন পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা তাদের বাবার জন্য বিভিন্ন উপহার সামগ্রী যেমন পারফিউম, শেভিং ক্রিম, চকলেট, ট্রিমার এবং অন্যান্য উপহার সামগ্রী বিশেষ অফারে কিনতে পারবেন।

পিতৃত্ব, পিতৃত্বের বন্ধন এবং সমাজে বাবাদের অবদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর পালন করা হয় বাবা দিবস। দেশ অনুসারে উদযাপনের দিন ভিন্ন হয়ে থাকে। তবে বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রোববার দিবসটি উদযাপন করা হয়।

এই ক্যাম্পেইন চলাকালে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা বাবার সঙ্গে তাদের প্রিয় স্মৃতি পোস্ট করতে পারবেন এবং ফেসবুকে ছবি বা স্টোরি আকারে তাদের পোস্ট করতে হবে। বিজ্ঞপ্তি