প্রিন্ট করুন প্রিন্ট করুন

বায়ুশক্তিতে চলছে ডাচ ট্রেন

শেয়ার বিজ ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অগ্রবর্তীর প্রথম পদক্ষেপ হিসেবে সব ইলেকট্রিক ট্রেন চালনায় বায়ুশক্তি ব্যবহার শুরু করেছে নেদারল্যান্ডস। খবর দ্য গার্ডিয়ান।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে নেদারল্যান্ডসের সব  ইলেকট্রিক ট্রেন পুরোপুরি বায়ুশক্তিতে পরিচালিত হচ্ছে। এই শক্তি বায়ুকলে উৎপাদিত হচ্ছে।

নেদারল্যান্ডসের ইলেকট্রিক কোম্পানি এনেকো এবং রেলওয়ে কোম্পানি এনএসের যৌথভাবে চালিত এক ওয়েবসাইট দাবি করেছে, পুরোপুরি বায়ুচালিত এই ট্রেন নেটওয়ার্ক দৈনিক প্রায় ছয় লাখ যাত্রীকে কার্বন-নিরপেক্ষ ভ্রমণ নিশ্চিত করছে।

এনএসের মুখপাত্র টন বুন বলেন, ১ জানুয়ারি থেকে আমাদের ট্রেনগুলো পুরোপুরি বায়ুশক্তিতে চলছে।

২০১৫ সালে বায়ুচালিত রেল ব্যবস্থার পরিকল্পনা ঘোষণা দ্বারা কার্বন-নিরপেক্ষ এই ট্রেন চালনার ধারণা প্রথম আনে ডাচ শক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এনেকো। ২০১৮ সালে এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নেদারল্যান্ডসের অনেক বায়ুকল আর এনেকো ও এনএসসহ পুরো ডাচ ইলেকট্রিক রেলওয়ে প্রতিষ্ঠানের প্রচেষ্টায় চলতি বছরের শুরুতেই এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে।