Print Date & Time : 30 July 2021 Friday 9:55 pm

বিআইসিএমে পুঁজিবাজারবিষয়ক মাস্টার্স কোর্স

প্রকাশ: May 10, 2021 সময়- 11:58 pm

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশে প্রথম পুঁজিবাজারবিষয়ক মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। দুই বছরমেয়াদি ‘মাস্টার অব এপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট- এমএএফসিএ’ নামক স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের প্রথম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করেছে ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর প্রোগ্রামটি শুরু করেছে বিআইসিএম।

‘পুঁজিবাজার’ বিষয়ক মাস্টার্স প্রোগ্রাম শুরু করা উপলক্ষে গত রোববার ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলরুমে সীমিত পরিসরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।