Print Date & Time : 27 January 2022 Thursday 7:31 am

বিএইচবিএফসির উদ্যোগে শেখ রাসেল দিবস উদ্যাপন

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) গত সোমবার শেখ রাসেল দিবস উদ্যাপন করে। এদিন অপরাহ্নে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে শেখ রাসেলের জীবনভিত্তিক এক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএইচবিএফসির চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে করপোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংগঠনগুলোর প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। এর আগে বিএইচবিএফসির শেখ রাসেল দিবসের কর্মসূচির অংশ হিসেবে করপোরেশনের সদর দপ্তরস্থ বঙ্গবন্ধু প্যাভিলিয়নে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি