শেয়ার বিজ ডেস্ক : কক্সবাজারে একটি ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্টের রাস্তার মাথা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ।
নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক ও সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।
কে বা কারা তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে, লাশ ময়নাতদন্ত ও ঘটনা তদন্তের পরে হত্যার কারণ জানা যাবে।
এদিকে বিএনপি নেতার মৃত্যুতে টেকনাফজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একজন ক্রিড়া ব্যক্তিত্ব ইউনুসের মৃত্যু কেউ মেনে নিতে পারছেনা।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরে মুসল্লীরা টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে পানিতে দুই হাত উচু অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখে। পরে সেটি জানাজানি হলে টেকনাফ মডেল থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, ইউনুস আমার ছোটবেলার বন্ধু, এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী তাৎক্ষণিকভাবে তাকে দেখতে এসে বলেন, দুদিন আগেও সে আমার সঙ্গে কক্সবাজারে মতবিনিময় করেছে নির্বাচনের বিষয়ে। সকালে শুনেছি তার লাশ উদ্ধার করা হয়েছে। তার হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের কারণ শনাক্তে কাজ করছে পুলিশ।
এস এস/
প্রিন্ট করুন







Discussion about this post