প্রতিনিধি, কুষ্টিয়া : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অতীতে জনজীবনের এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় চরমভাবে ব্যর্থ বিএনপি-জামাতের ক্ষমতা পুনঃদখলের খেলায় জনগণের কোন ভাগ্য নাই। উপরন্ত তারা বিজয়ের মাসে একটা রাজনৈতিক বেয়াদবি করেছে। সেই রাজনৈতিক বেয়াদবিটা হচ্ছে তারা ২৭ দফা আর দশ দফা দিয়ে সরাসরি ৭১, ৭৫ এবং ২১ই আগস্টের খুনি আর তার দোশরদের সঙ্গে এক থালায় ভাত খাওয়ার প্রস্তাবের রাজনৈতিক বেয়াদবি করেছে।
মঙ্গলবার (৩জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটেরিয়াম রুমে বীর মুক্তিযোদ্ধা মাহাম্মদ শরীফ এর প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে জাসদের স্মরণ সভায় যোগদিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
হাসানুল হক ইনু আরো বলেন, আমি এই ভাষায় বলতে বাধ্য হচ্ছি যে, ৭১, ৭৫ ও ২১আগস্টের খুনি আর তার দোসর এক থালে ভাত খাওয়ার রাজনৈতিক বেয়াদবী। এটা আমি সহ্য করতে পারিনা। সুতরাং তারা কার্যত একদিকে জনগণের ভাগ্যে লাভ নাই । আরেক দিকে, বিএনপি-জামতের ক্ষমতা পুনর দখলের খেলার আড়ালে বাংলাদেশে ৭১, ৭৫ ও একুশে আগস্টের খনি ও তার দোসরদের বিএনপি জামায়াত চক্রকে ক্ষমতায় বসানোর একটা চক্রান্ত। বাংলাদেশের জন্য এটা বিপর্যয়।
জাসদের সভাপতি বলেন, আপনারা বিএনপির জামাতের আন্দোলন নিয়ে সবাই মাথা ঘামাচ্ছেন। অতীতের জনজীবনের সংকট, অর্থনৈতিক সংকট সমাধানের ব্যর্থ বিএনপি জামাতের ক্ষমতা পুনর দাখনের খেলায় জনগণের কোন লাভ নেই। সুতরাং বিএনপি-জামাত একাধিকবার ক্ষমতা ছিলেন। বাংলাদেশের জনগণ জানে, তারা না পেরেছে উন্নয়ন না করতে, না পেরেছে মানুষের ভাগ্য বদল করতে। না করতে পেরেছে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বিদেশীদের সাথে পাল্লা ধরতে।
তিনি আরও বলেন, তাদের ইতিহাস হচ্ছে ব্যর্থতা, ব্যর্থতা ব্যর্থতা। এবং সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছর বাংলাদেশকে উন্নয়নের ধারায় নিয়ে গেছে। আমরা এই মুহূর্তে বৈশ্বিক সংকটের, অর্থনৈতিক সংকটের প্রভাবের ভেতরে, বিপদের ভেতরে আছি। জিনিসপত্রের দাম বাড়ছে, নিয়ন্ত্রণে রাখ কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের সরকারের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে আমরা ভরসা করতে পারি। জনগণ ভরসা করতে পারে। বৈশ্বিক সংকটে, অর্থনৈতিক সংকটের যে প্রভাবই থাক বাংলাদেশে আমরা কোভিড সংকট মোকাবেলার অভিজ্ঞতা নিয়ে জনগণ কে রক্ষায় করব। জনগণকে বাঁচাবো।
সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, এতো সংকটের ভেতরে বাংলাদেশের রপ্তানি ক্রমাগত বাড়ছে। হ্যাঁ, সমস্যা আছে। তারপরে তো আমরা চাষি ভাইরা যুগান্তকারী ফসল ফালাচ্ছে। সুতরাং এর জন্য সরকারের একটা বিরাট ভূমিকা আছে।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ হচ্ছে। বিএনপির ডানে একমাত্র হচ্ছে রাজাকার জামায়াত যুদ্ধপরাধীরা, বিএনপির বায়ে হচ্ছে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এ সুযোগ সন্ধানী রাজনৈতিক দলগুলো কখন কোন দিকে যায় আমি জানি না। কিন্তু বিএনপির সঙ্গে কতজন সুযোগ সন্ধানী রাজনৈতিক দল যোগ হচ্ছে সেইটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না।
পরে জাসদের স্মরণ সভার অনুষ্ঠানে যোগদেন হাসানুল হক ইনু। এসময় মিরপুর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হারুন আর রশিদ, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।