প্রতিনিধি, হিলি : বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার(২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ মিলিত হয়। পরে সেখানে ভারতের ১৮০ ব্যাটালিয়নের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুশিল কুমারের হাতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব রহমান বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার তুলে দেন।
এসময় বিএসএফও বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব রহমান বলেন, ‘আজ বিজিবি দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে দু-বাহিনীর মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।