নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে দুই দশমিক ৯৩ শতাংশ বা পাঁচ টাকা ১০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬৮ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৬৭ টাকা ২০ পয়সা। দিনজুড়ে ৭৩ হাজার ৪৫৬টি শেয়ার ৫০৯ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ২৫ লাখ পাঁচ হাজার টাকা। শেয়ারদর সর্বনি¤œ ১৬৫ টাকা থেকে সর্বোচ্চ ১৭৫ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১২৮ টাকা ২০ পয়সা থেকে ১৮৯ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। ১৫ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন সাত কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫০ কোটি ৩৫ লাখ টাকা। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা আট পয়সা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৮৭ পয়সা। ২০১৪ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাসসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে পাঁচ টাকা ৭৯ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৯৭ টাকা ৩২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ছয় টাকা ১৩ পয়সা ও ১১৯ টাকা ৮৩ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে তিন কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা। এটি আগের বছর একই সময় ছিল দুই কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৬) ইপিএস হয়েছে এক টাকা পাঁচ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল ৯৫ পয়সা। ইপিএস বেড়েছে ১০ পয়সা। ৩০ মার্চ ২০১৬ পর্যন্ত এনএভি ছিল ৮২ টাকা ৫১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭৮ টাকা ৮০ পয়সা। কোম্পানির ৭৮ লাখ ৯৭ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে ৩৯ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক শূন্য ৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।