প্রিন্ট করুন প্রিন্ট করুন

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে গত বৃহস্পতিবার পাঠিয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সব শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের চেয়ে এক দশমিক ৮৭ শতাংশ বা এক টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫৯ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৮ টাকা ৮০ পয়সা। ওইদিন শেয়ারদর সর্বনি¤œ ৫৮ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৬০ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। এদিন এক লাখ ৭১ হাজার ৯৮৪টি শেয়ার ২৮৪ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি এক লাখ ৫৬ হাজার টাকা। এক বছরের মধ্যে শেয়ারদর ২৪ টাকা ২০ পয়সা থেকে ৬৫ টাকায় ওঠানামা করে। ৩০ জুন ২০১৬ সালে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য আট শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ২৩ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭০ পয়সা। ওই সময় কর-পরবর্তী আয় করেছিল তিন কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা।  ২০১৫ সালে কোম্পানিটি সাত শতাংশ বোনাস শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এ সময় ইপিএস হয়েছিল এক টাকা ৬৮ পয়সা এবং এনএভি ছিল ৪৮ টাকা ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল যথাক্রমে ২৪ পয়সা ও ১৪ টাকা ৬৫ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছিল চার কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছর ছিল ৫৮ লাখ ৩০ হাজার টাকা। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৯ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।