বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিকা) কার্যনির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী ভূইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুদ্দীন রাসেল। গত বুধবার রাজধানীর বনানী হোটেল আমাজন লিলিতে অনুষ্ঠিত সাধারণ সভায় তারা নির্বাচিত হন।
নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম রেজাউল হক, সহ-সভাপতি মো. রাজিব মিয়া, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনুল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি ফয়জুন্নুর রাসেল, রফিকুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সজিব, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. ফজলুল হক, পরিচালক পদে হাসনা আরা, মোস্তাফিজুর রহমান শাওন, মো. মুরাদ হোসেন এবং আবু সালেহ নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি