Print Date & Time : 13 April 2021 Tuesday 6:59 pm

বিক্রেতাশূন্য ই-জেনারেশন

প্রকাশ: February 23, 2021 সময়- 10:55 am

নিজস্ব প্রতিবেদক:

সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের শেয়ারে আজ মঙ্গলবার লেনদেনের ২০ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে। এতে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আজ বেলা ১০টা ২০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে এক কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২৫৮ শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার ই-জেনারেশন দুই স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটেগরিতে লেনদেন শুরু করে। কোম্পানিটির মাত্র একবারে একটি শেয়ার লেনদেন হয়।