প্রিন্ট করুন প্রিন্ট করুন

বিজনেস ইউনিটের কর্মীদের ছাঁটাই করছে মেটা

শেয়ার বিজ ডেস্ক: ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন শেষ দফায় তাদের বিজনেস ও অপারেশন্স বিভাগের কর্মী ছাঁটাই শুরু করেছে। চলতি বছরের মার্চে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরিকল্পনা অনুযায়ী এবার তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করা হচ্ছে। খবর: রয়টার্স।

এর আগে গত এপ্রিলে প্রায় ৪ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়। গত বুধবার থেকে পরিকল্পনায় থাকা বাকিদের ছাঁটাইপ্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

মেটার মার্কেটিং, সাইট সিকিউরিটি, রিক্রুটিং, এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, কনটেন্ট স্ট্রাটেজি ও করপোরেট কমিউনিকেশন বিভাগে কর্মরত কয়েক ডজন কর্মী গত বুধবার পেশাজীবীদের যোগাযোগমাধ্যম লিংকডইনে তাদের ছাঁটাইয়ের খবর জানান।

মেটা গত বুধবার জানিয়েছে, আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সদর দপ্তরের প্রায় ২০ শতাংশ বা ৪৯০ জন কর্মী ছাঁটাইপ্রক্রিয়ার মধ্যে পড়তে পারেন। বিশেষ করে

নন-ইঞ্জিনিয়ারিং খাত যেমন, কনটেন্ট ডিজাইন ও ইউজার এক্সপেরিয়েন্স গবেষকের মতো পদগুলো থেকে বেশি ছাঁটাইয়ের ঘটনা ঘটছে।

উচ্চ মূল্যস্ফীতি ও ডিজিটাল বিজ্ঞাপন কমার কারণে গত বছরের শেষের দিক থেকে প্রযুক্তি খাতের কোম্পানিগুলো ব্যাপক অর্থনৈতিক চাপে পড়ে। মেটা ২০২২ সালে ১ হাজার ৩৭০ কোটি মার্কিন ডলার মুনাফা হারায়। আয় কমে যাওয়ায় পরিচালনা খরচ কমাতে ছাঁটাইয়ের চিন্তা শুরু করে তারা। গত বছরের নভেম্বরে প্রথম কোনো বড় প্রযুক্তি কোম্পানি হিসেবে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা।

এরপর চলতি বছরের মার্চে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। মার্চের ছাঁটাইয়ের ঘোষণাটি দুই ভাগে বাস্তবায়িত হয়। প্রথমে এপ্রিলে ৪ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়। এরপর গত বুধবার থেকে বাকিদের ছাঁটাইপ্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি মার্কিন পুঁজিবাজারে মেটার শেয়ারদর শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি এসঅ্যান্ডপি ৫০০ সূচকেও শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেটা।