নিজস্ব প্রতিবেদক: এক্সটেনসিবল বিজনেস রিপোর্টিং ল্যাঙ্গুয়েজ (এক্সবিআরএল) ব্যবসায়িক এবং আর্থিক তথ্যের ইলেকট্রনিক যোগাযোগের জন্য একটি ভাষা, যা করপোরেট ব্যবসা এবং সরকারি নিয়ন্ত্রকদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার হয়ে থোকে। তাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাংলাদেশে এক্সবিআরএলের উন্নয়নের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে। এজন্য আইআরআইএস বিজনেস সার্ভিসেস লিমিটেড এরই মধ্যে কমিশনের কাছে সব তথ্য জমা দিয়েছে। প্রকল্পটি আরও ভালো করে শেষ করতে এর সঙ্গে বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমানের রয়েছে এবং এ বিষয়ে একটি প্ল্যাটফর্ম করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এসবিআরএল একটি অনলাইন রিপোর্ট সাবমিশন প্ল্যাটফর্ম। এটা তৈরি হলে সব আর্থিক ও? বিভিন্ন প্রতিবেদন?? এবং রিপোর্ট অনলাইনে সাবমিট করতে পারবে এবং যে কেউ রিপোর্ট বা প্রতিবেদন পড়তে ও ডাউনলোড করতে পারবে।? এ প্ল্যাটফর্মে বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। যে কেউ এখান থেকে তথ্য নিয়ে পর্যালোচনা করতে পারবে। আর এ বিষয়ে প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে কমিটি গঠন করা হতে পারে যে এটা কীভাবে এগিয়ে নেয়া যায়। প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদন কীভাবে পাওয়া যাবে বা এর জন্য কী পরিমাণ ফি নির্ধারণ করা হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
জানা? যায়, এক্সবিআরএল একটি কেন্দ্রীয় তথ্য অবকাঠামো সিস্টেম, যা প্রকৃত সময়ে এবং নিয়ন্ত্রকের চাওয়া মাত্র প্রয়োজনীয়তা অনুযায়ী একাধিক নিয়ন্ত্রককে তথ্য দিয়ে সহায়তা করতে পারে। এক্সবিআরএলকে বিশ্বব্যাপী মূলধারার করপোরেট রিপোর্টিংয়ের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছে। এক্সবিআরএল বিশ্বে গ্রহণযোগ্যতা অর্জন করছে এবং ৭০টিরও বেশি দেশে চালু রয়েছে।