সম্প্রতি বসুন্ধরা অন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) কর্তৃক ‘বিজিএপিএমইএ এক্সপোর্ট ট্রফি প্রেজেন্টেশন, ২০২১’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রপ্তানির ক্যাটেগরিতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ গ্রুপে প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, সরাসরি রপ্তানি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, মহিলা ক্যাটেগরিতে একটিসহ মোট ১৩টি রপ্তানি ট্রফি দেয়া হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক্সপোর্ট ক্যাটেগরিতে তৃতীয় স্থান অধিকার করায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহমান সাকিব অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
বিজিএপিএমইএ এক্সপোর্ট ট্রফি প্রেজেন্টেশন
