প্রতিনিধি, যশোর : যশোরের বেনাপোলে বিজিবির বিরুদ্ধে সোহাগ মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে দিনমজুরের স্ত্রী। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে দিনমজুরের স্ত্রী রিমা বেগম সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। একই সাথে তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিনমজুরের স্ত্রী রিমা বেগম বলেন, সোহাগ মিয়া ওরফে বড় বাবু শার্শা উপজেলার সাতমাইল (বাগআঁচড়া) এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় গরুর হাটে মজুর হিসেবে কাজ করেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাত থেকে পরদিন সকাল ১১টা পর্যন্ত বিজিবি সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালান। সে সময় তারা বাড়িতে কোনও মাদকদ্রব্য না পেলেও বড় বাবুকে ধরে নিয়ে যায়। যা স্থানীয় লোকজন দেখেছেন। পরে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজিবি তাদের বেনাপোল ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে জানায়, বড় বাবুকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটকসহ তার যমজ ভাই বাবুসহ মোট চার জনকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, স্থানীয় লোকজনের সামনে অভিযান চালানোর সময় কোনও মাদকদ্রব্য না পাওয়া গেলেও পরে মাদকদ্রব্যসহ আটকের বিষয়টি একটি সাজানো ঘটনা। তারা এই মামলা প্রত্যাহারসহ বড় বাবুর মুক্তি চেয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বেনাপোল বিওপি (বিজিবি) ৪৯/ডি কোম্পানির জেসিও-৮০৭৮ সুবেদার মো. আহসান উল্লাহ বাদী হয়ে বেনাপোল থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ২২/১৬.০৯.২০২২। মামলায় উল্লেখ করা হয়েছে, ১৫ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল থেকে যশোরের দিকে যাওয়া একটি প্রাইভেট কার তল্লাশিকালে সেখানে থাকা চার জন দৌড়ে পালানোর সময় সোহাগ হোসেন ওরফে বড় বাবুকে আটক করা হয়। এরপর গাড়িতে থাকা ১০০ বোতল ফেনসিডিল, ইয়াবাসদৃশ গোলাপি ট্যাবলেট চার হাজার ৯৬৫ পিস, চার কেজি গাঁজা, কাঁটাতার কাটার কাঁচি, সোনা প্যাকিং করার ম্যাটেরিয়াল ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।