নিজস্ব প্রতিবেদক : ঋণমান অবস্থানে (ক্রেডিট রেটিং) ‘এ+’ ও ‘ইসিআরএল-২’ পেলো প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের (সিআরএসএল) রেটিং অনুযায়ী প্রকৌশল তালিকাভুক্ত কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে হয়েছে ‘ইসিআরএল-২’। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবদন ও ওই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। সর্বশেষ অর্থবছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির মোট প্রায় ৯৩ কোটি ৭০ লাখ শেয়ারের ৬২ দশমিক ১৪ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ১৮ দশমিক ৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং শূণ্য দশমিক তিন শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে এবং ১৯ দশমিক ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।